"নিয়ম মেনে বিদেশ যাই অর্থ-সম্মান দুই-ই পাই"
সিমস প্রকল্প ও নিরাপদ অভিবাসন
বিষয়ক কার্যক্রম
বাংলাদেশ থেকে প্রতি বছর কাজের উদ্দেশে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিদেশ যাচ্ছেন এবং দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন। তবে বিদেশ যাওয়ার সঠিক ও হালনাগাদ তথ্যের ঘাটতি এবং যথাযথ নিয়ম না জানার কারণে বিদেশ যাওয়ার আগে ও যাওয়ার সময় অভিবাসী কর্মীরা প্রায়ই সমস্যায় পড়েন। একইভাবে বৈধ কাগজপত্র না থাকার কারণে অনেকে বিদেশে গিয়ে নানা জটিলতার শিকার হন। অনেকে আবার অসৎ মধ্যস্বত্বভোগীর ফাঁদে পড়ে পাচারের শিকার হন। যেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। ভুক্তভোগী ফিরে আসার পরও সঠিক মাধ্যম না জানার কারণে সহজে ন্যায়বিচার পান না। এছাড়া অভিবাসীর পরিবার ছাড়াও সফল অভিবাসীরা অভিবাসন শেষে চূড়ান্তভাবে দেশে ফিরে আসার পর প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পর্যাপ্ত তথ্য না জানার কারণে আশানুরূপ অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারেন না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস